আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধি
অদ্য ২৫-০৭-২০২৫ খ্রিষ্টাব্দ অনুমান ১০:০০ ঘটিকায় বেড়া থানাধীন চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামস্থ মিলাদ কিয়াম পালনকারী এবং মিলাদ কিয়াম বর্জনকারী দু গ্রুপের মধ্য ব্যাপক সংঘর্ষ।
মিলাদ কিয়াম পালনকারী গ্রুপের নতুন মসজিদের পাশে মোঃ বাহাদুর হোসেন(৫৫), পিতামৃত ওয়াহেদ আলী, সাং- তারাপুর, থানা- বেড়া, জেলা- পাবনা, (মিলাদ কিয়াম পালনকারী) গ্রুপ নতুন মসজিদের বারান্দা নির্মাণ কালে মোঃ রঞ্জু মিয়া(৪৫), পিতা আবুল কাশেম, সাং- তারাপুর, থানা- বেড়া, জেলা- পাবনা, (মিলাদ কিয়াম বর্জনকারী) গ্রুপের মধ্যে লাঠি সোটা, জিআই পাইপ ও ইট পাটকেল দ্বরা মারামারি সংগঠিত হয়। উক্ত মারামারির ঘটনায় মিলাদ কিয়াম পালনকারী বাহাদুর পক্ষের বাহাদুরসহ ১। মোঃ নিজাম(৫০), পিতা বাছেদ আলী, ২। মোঃ হাদিস আলী, পিতা- মোঃ শুকুর আলী, ৩। মোঃ শহিদুল ইসলাম(৫০), পিতা মতিন হাজী, ৪। মোহাম্মদ ইবাদা আলী(৩৫), পিতা মতিন হাজী, ৫। মোঃ পাষান ফকির(৫৫), পিতা মৃতঃ নহু ফকির, ৬। মোঃ আব্দুল আউয়াল(৬০), পিতা মৃত শিকার আলী, ৭। মোছাঃ জাহানারা খাতুন(৫৫), স্বামী আব্দুল আউয়াল, ৮। মোঃ জহুরুল ইসলাম(২৫), মোহাম্মদ ইউসুফ আলী, সর্বসাং- তারাপুর, থানা- বেড়া, জেলা- পাবনা সহ ০৯/১০ জন এবং অপরপক্ষ মিলাদ কিয়াম বর্জনকারী রঞ্জু গ্রুপের রঞ্জু মিয়া সহ ১। মোঃ মমিনুল ইসলাম(৫৫), পিতা মৃত রজব আলী, ২। মোঃ তরিকুল ইসলাম(৪৫), পিতা আবুল কাশেম, ৩। মোঃ মিজানুর রহমান(৪৫) পিতা মোঃ সুলতান, ৪। মোঃ এসকেন(৪০), পিতা মোঃ সুলতান সর্বসাং- তারাপুর, থানা- বেড়া, জেলা- পাবনাসহ ০৮/১০ জন আহত এবং গুরুতর আহত হয়। আহত ব্যক্তিগণ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত ব্যক্তিগণ পাবনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। উক্ত ঘটনা কে কেন্দ্র করে তারাপুর গ্রামে উত্তেজনা পরিস্থিতি বিরাজমান রয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক আছে।