আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ আক্ষরিক অর্থে স্বাধীনতা লাভ করলেও ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে পারেনি। সীমান্তে বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভৌগলিক আগ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের এক কদর রাজ্যে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেন আবুজর গিফারী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি গিফারী, তার বক্তব্যে আরো বলেন, ২০২৪ এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করতে পেরেছে, যার ফলে আজ বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট ও ভারতীয় আধিপত্যবাদী মুক্ত প্রথম বিজয় দিবস উদযাপন করছে।
শ্রমিক কল্যান ফেডারেশন বেড়া উপজেলার উদ্যোগে ১৬ ই ডিসেম্বর, সোমবার সকাল আটটায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেড়া বাজার মসজিদ এর সামনে থেকে শুরু হয়ে র্যালি টি ইছামতী মোড়, কানাইবাড়ি মোড় হয়ে বেড়া সরকারি কলেজ প্রদক্ষিণ করে সিএনবি বাসস্ট্যান্ড গোল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিজয় দিবসের র্যালি তে অংশগ্রহণকারী শ্রমিক জনতা, জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, ক্যাপ পরে র্যালিটিকে উৎসব মুখর ও প্রাণবন্ত করে তোলে।
র্যালি পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা। তিনি বলেন, ১৯৭১ সালে ভৌগলিক স্বাধীনতা পেলেও ২৪ এর জুলাই গণবিপ্লব আমাদেরকে প্রকৃত অর্থে স্বাধীনতা এনে দিয়েছে, সুতরাং কোন আধিপত্যবাদী শক্তির দাদাগিরি বাংলাদেশে আর চলবে না। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা সুন্দর ও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চাই।
বিজয় র্যালি পরবর্তী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আহসান হাবিব, মোহাম্মদ নুরুন্নবী, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুস সবুর, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান খান, গাজীপুর রাহমান, আবু হাসান, তবারক হোসেন সজল সহ বিভিন্ন শ্রমিক নেতারা।