– আবুজর গিফারী
বেড়া উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে আজ ২৫/১১/২৩, শনিবার সন্ধ্যা ৭ টায় বেড়া পৌর মার্কেটের তৃতীয় তলায় পাবলিক লাইব্রেরী সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আসিফ শামস রঞ্জন মেয়র বেড়া পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বেড়া উপজেলা।
সকল বক্তা একমত পোষণ করেন যে, অতীতের মত আগামীতেও সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে বেড়া নাগরিক কমিটি সোচ্চার থাকবে৷ বেড়া নাগরিক কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের শূন্য জায়গায় নতুনভাবে কন্ঠ ভোটের মাধ্যমে এডভোকেট আমিনুল ইসলাম পটল ও শফিকুল ইসলাম ফরিদকে যথাক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়৷ সবশেষে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করিয়া মোনাজাত পরিচালনা করা হয়৷
সভায় বক্তব্য রাখেন, সরকারি বেড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, জনাব আব্দুর রাজ্জাক, পাবনা বারের সাবেক সভাপতি, অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল, জনাব আবু সাঈদ, সাধারণ সম্পাদক, বেড়া উপজেলা আওয়ামীলীগ, জনাব জাফরুল্লাহ দুলাল, সাবেক অধ্যক্ষ বেড়া সরকারি কলেজ, জনাব ইলিয়াস হোসাইন সাচ্চু, সভাপতি, বেড়া ডায়াবেটিক সমিতি, জনাব মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক, ডায়াবেটিক সমিতি বেড়া, প্রকৌশলী মাসুদ রানা, এম এ মতিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনাব মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেসক্লাব, এস এম আজিজুল হক, সিনিয়র সাংবাদিক৷
সভা পরিচালনা করেন, জনাব শাহাদত হোসাইন। সভায় সভাপতিত্ব করেন জনাব আল মাহমুদ সরকার, সভাপতি বেড়া নাগরিক কমিটি।