– আবুজর গিফারী
২৬, মার্চ,২০২৪, রোজ মঙ্গলবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনার বেড়া উপজেলায় সারাদিনব্যাপী অনুষ্ঠানমালার ভিতর দিয়ে উদযাপিত হয়েছে। সকাল ৮ঃ০০ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল ইসলাম সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ, বেড়া থানা পুলিশ ইন চার্জ এবং আমিনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ ইন চার্জ সহ তাহাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেড়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
সকাল ৮ টা ৩০ মিনিটে শহীদ আব্দুল খালেকের কবরে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া পরিচালনা করা হয় |
সকাল সাড়ে নয় ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে বাংলাদেশ পুলিশ ,আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সমন্বয়ে কুচকাওয়াজ প্রদর্শন প্রদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
দুপুর ১২ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তি যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
এখানে উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু এমপি, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদ, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে না পারায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল হক বাবু, উপজেলা চেয়ারম্যান, বেড়া।