ঢাকাSunday , 15 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে দ্বি বার্ষিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 15, 2024 3:46 pm
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ

সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, সবকিছুর মূলে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। মানুষের তৈরি করা কোন আইন দিয়ে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি আবুজর গিফারী। রবিবার বিকেলে (১৫ ডিসেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন কৈটোলা ইউনিয়ন দ্বি বার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন যে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। সেই সমাজে শ্রমিকরা শুধু নিজেদের অধিকার নিয়ে সচেতন হবে এমন নয়, তারা তাদের স্বীয় কর্তব্য গুলো পালনে সচেষ্ট হবে। কৈটোলা ইউনিয়ন ২০২৫-২৬ সেশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ট্রেড ইউনিয়ন গুলো সক্রিয় করার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে রবিউল ইসলাম মিঠু কে সভাপতি ও নাঈম ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেড়া উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা আবু হানিফ। তিনি বলেন, শ্রমিকরা তাদের পরিশ্রমের দ্বারা সৎ উপায়ে অর্জিত অর্থের দ্বারা অতি কষ্টে তাদের জীবনকে অতিবাহিত করেন, তাই আল্লাহ তাদের কে নিজের বন্ধু বলে ঘোষণা করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৈটোলা ইউনিয়ন উপদেষ্টা সুজন মাহমুদ, মাওলানা আবু সাঈদ, মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন শ্রমিক নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST