বেড়া উপজেলা প্রতিনিধি
পাবনার বেড়ায় পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কতৃক বেড়া উপজেলা মডেল মসজিদের কার্যালয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: নাজমুল আতিক শাহিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার নির্বাহী অফিসার, জনাব মোরশেদুল ইসলাম। বেড়া মডেল থানার তদন্ত ওসি, মো: সিদ্দিকুর রহমান, বেড়া প্রেস ক্লাবে সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান, বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল হোসাইন, মহিলা ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল, কাজি আবদুস সালাম, বেড়া মডেল মসজিদের ইমাম মোস্তফা কামাল।
মোট ১৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। পুরো রমজান মাস ব্যাপি এই কোরআন প্রতিযোগিতা চলবে। মাস শেষে চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে। এই প্রোগ্রামে উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ উপস্থিত ছিলেন ও পল্লী সঞ্চয় ব্যাংকের বেড়া শাখার কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।