ঢাকাSaturday , 25 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 25, 2025 3:26 pm
Link Copied!

প্রতিবেদক, ইব্রাহিম খলিল (যশোর):

শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বানে যশোরের বেনাপোল গয়ড়া এলাকায় এক প্রাণবন্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেনাপোল ইউনিয়ন শাখার উদ্যোগে আদমমোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজীজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, “শ্রমজীবী মানুষ দেশের মূল শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও বেনাপোল ইউনিয়ন শাখার আমীর মোঃ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেনাপোল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলী মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST