বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
বৈশাখের তপ্ত গরমের পড়ন্ত শেষ বিকেলে এক পশলা বৃষ্টিতে প্রশান্তি ফিরেছে জনজীবনে। কয়েকদিন ধরে বৈশাখ মাস শুরুতেই তপ্ত গরমের আভায় উত্তপ্ত করেছে মানব ও প্রাণীকুল তার মধ্য আজ বিকালে হঠাৎ খুলনার আকাশ কালো মেঘের আস্তারণে অন্ধকার করে দিয়েছে বিকেলের শেষ মুহূর্তে শুরু হয়েছে বজ্রসহ শিলাবৃষ্টি তলিয়ে গেছে শহরের অলিগলি তবু অসহ্য গরমের মাঝে কিছুটা হলে স্বস্তি ফিরেছে। কিন্তু মেঘ বৃষ্টির মাতলামি ছিল ক্ষণস্থায়ী। যতটুকু সময় বৃষ্টি হয়েছে অঝোরে ঝরেছে শিলা পড়েছে বিদ্যুৎ চমকিয়েছে বজ্রপাত হয়েছে তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বৃষ্টি শেষ হতে না হতে পুনরায় আবার গরমে গ্রাস করেছে সাথে বিদ্যুৎ লোডশেডিং হয়েছে ফলে বন্ধ রয়েছে বৈদ্যুতিক পাখা এসি উৎপাদন মুখী কলকারখানা।