স্টাফ রিপোর্টার-
কুষ্টিয়ার দৌলতপুরে আজ সকালে সোনাইকুন্ডি বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় নিরব হোসেন রাব্বীকে ছাত্রলীগের নেতাকর্মীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকা বাসী। এলাকাবাসী এবং থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায় য়ে, আসামী ১। মোঃ সোয়ায়েব বিশ্বাস (২৩), ২। মোঃ মাহি বিশ্বাস (৩২) উভয় পিতা- মোঃ মিজানূর রহমান, ৩। মোঃ মিদুল মন্ডল (১৯) পিতা- মৃত মুকুল মন্ডল, ৪। মোঃ রিদয় মন্ডল (২৫) পিতা-কামাল মন্ডল, ৫ । তানহা মন্ডল (২০) পিতা- মোঃ শিমুল মন্ডল, সর্ব সাং-সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসা পাড়া, ০৭ নং হোগলবাড়ীয়া ইউপি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ তাহার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীদের বিরুদ্ধে শফিউল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। সূত্র মতে, ইং ৩০/০৮/২০২৪ তাং রাতে আমার ভাতিজা মোঃনিরব হোসেন রাব্বি (১৯) পিতা-মোহাঃ মসলেম আলী, সহ তাহার বন্ধুরা সোনাইকুন্ডি (এমপি পাড়া) গ্রামস্থ জনৈক চান্দু এর বাড়ীর সামনে পিকনিক করিতেছিল। ইং ৩০/০৮/২০২৪ তাং রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমার ভাতিজা সহ তাহার দুই বন্ধু মোঃ নাসিম (১৯) পিতা- নাসির প্রামনিক, ও মোঃ শুভ (১৮)লপিতা- ইউসুফ আলী, গন সেভেন আপ কেনার জন্য মোটরসাইকেল যোগে সোনাইকুন্ডি বাজারের উদ্দেশ্যে রওনা হইয়া সোনাইকুন্ডি বাজারের পৌছিলে উপরোল্লেখিত আসামীগন দেশীয় তৈরী অস্ত্র সস্ত্র হাতে নিয়ে ৩ টি মোটরসাইকেল যোগে আমার ভাতিজার মোটসাইকেল গতিরোধ করার চেষ্টা করে । আমার ভাতিজা বুঝতে পারিয়া তাহাদের পাশকেটে বের হয়ে গেলে আসামীরা আমার ভাতিজার পিছু ধাওয়া করে। একপর্যায়ে আমার ভাতিজা মোটরসাইকেল যোগে দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামস্থ জনৈক জহুরুল মোল্লার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছিলে অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি রাস্তায় সজনে গাছের গুড়ি ফেলে
আমার ভাতিজার পথরোধ করে। ঐ সময় আসামীরা তাহাদের মোটরসাইকেল থেকে নেমে ২ নং আসামী
মাহি বিশ্বাস এর হুকুমে, উপরোল্লেখিত আসামীগন সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী
তাহাদের হাতে থাকা লোহার রড, লোহার হাতুড়ি, রামাদা ও লাঠি সোঠা দিয়া আমার ভাতিজাকে সহ আমার ভাতিজার বন্ধু মোঃ নাসিম (১৯) ও শুভ (১৭) কে বুকে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করিয়া রক্তাক্ত ফোলা থেতলা জখম করে। আমার ভাতিজার বন্ধু শুভ মোটরসাইকলের পিছনে থাকায় সে দৌড়ে পালিয়ে গিয়ে আত্ম রক্ষন করে ( সংক্ষিপ্ত)।
এলাকা বাসী রাব্বির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার সহ ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।