মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরের কালকিনি উপজেলার আহত ও শহীদ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর বাসভবনে নগদ অর্থ, অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ, সিমেন্ট,ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের সভাপতি বি.এম রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সজিব খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ড. মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মসিউর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদার, প্রধান শিক্ষক মো. সেলিম রেজা ও প্রধান শিক্ষক গোলাম কিবরীয়া প্রমুখ।