মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
আসন্ন বোদা উপজেলা পরিশোধ নির্বাচনে আলহাজ্ব মোঃ রবিউল আলম সাবুল এর গন সংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত কাপ পিরিজ মার্কার গন সংযোগে বোদা উপজেলার সকল জনগণ উপস্থিত ছিলেন। এবারের মার্কা কাপ পিরিজ মার্কা বোদা উপজেলার বাসির মার্কা কাপ পিরিজ মার্কা, রবিউল আলম সাবুলের মার্কা কাপ পিরিজ মার্কা এই স্লোগানে বোদা পৌর সভা মুখরিত হয়েছে। বোদা বাজারের সকল ব্যবসায়ী এবং দোকানদারদের কাছে কাপ পিরিজ মার্কার প্রার্থী আলহাজ রবিউল আলম সাবুল কাপ পিরিজ মার্কায় ভোট চান এবং দোয়া চান, প্রায় এক হাজার পুরুষ মহিলা ভোটার কাপ পিরিজ মার্কার গন সংযোগ উপস্থিত ছিলেন।বোদা বাজারে গণসংযোগ শেষে আলহাজ্ব রবিউল আলম শাবুল কাপ পিরিজ মার্কার প্রার্থী গণমাধ্যম কর্মীদের জানান আজকে বোদা বাজারে ব্যবসায়ীদের কাছে আমি ব্যাপক সাড়া পেয়েছি, বোদা উপজেলার জনগণ এবার বেধেছে জোট কাপ পিরিজ মার্কায় দেবে ভোট, বোদা উপজেলার সকল জনগণ আমার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আগামী ২১ তারিখে কাপ পিরিজ মার্কার জয় হবে ইনশাল্লাহ।