মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে কয়েকদিন আগে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বোদা পাইলট সরকারি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা বোদা শহীদ মিনারে সেলিমের পরিবারের তিনজন সদস্যদের নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করে।
এ সময় বোদা শহীদ মিনার চত্বরে স্লোগানে মুখরিত হয় ছেলিমের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই। ফাঁসি চাই ফাঁসি চাই সেলিমের পরিবারের হত্যাকারীদের ফাঁসি চাই।
উক্ত মানববন্ধনে ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজ, শিক্ষকবৃন্দ গণমাধ্যম কর্মী, বোদা বাজারের ব্যবসায়ীও বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
খুনিদের বিচারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক। তিনি তিনার বক্তব্য বলেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায়নে ফাঁসির রায় কার্যকর করা হোক। এ সময় আরো বক্তব্য রাখেন বোদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ তিনি বলেন এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই এবং নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায়নে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করা হোক। উক্ত মানববন্ধন টি সঞ্চালনায় ছিলেন বোদা বিশিষ্ট কাপড় ব্যবসায়ী শেখ আবুল হোসেন শিলন।শেখ শিলন গণমাধ্যম কর্মীদের জানান বোদা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিম একজন সৎ এবং পরিচ্ছন্ন কাপড় ব্যবসায়ী যারা সেলিমের পরিবারের তিনজন সদস্যকে নির্মমভাবে বটি দিয়ে আঘাত করে এবং হাত-পা ছিন্ন ভিন্ন করে হত্যা করেছে তাদের অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করা হোক।