মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা ইউনিয়ন স্বনামধন্য ইউনিয়ন নামে পরিচিত। গত তিন মাস আগে ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হাই হার্ড স্টকে মারা যায়, তাই সরকারি বিধি মোতাবেক উপজেলা নির্বাচন অফিস নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তারই ধারাবাহিকতায় আজকে বোদা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মেম্বার প্রার্থীরা হলেন মোঃ আহসান হাবিব, মোঃ মোখলেসার রহমান।বোদা উপজেলা নির্বাচন অফিসার গণমাধ্যম কর্মীদের জানান আজকে মনোনয়ন পত্র দাখিল হইল কালকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং চলতি মাসের ২৭ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বোদা উপজেলা নির্বাচন অফিসার জানান ভোট স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে।