মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
আজ দুপুর ১২ টায় পঞ্চগড়ে বোদা উপজেলা গোবিন্দর জিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও রেলির মাধ্যমে জন্মাষ্টমীর অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। আজ প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। ভাদ্র মাসের অষ্টমীথিতে এই মহামানবের আবির্ভাব হয়। সেই সময় ভিষন ধর্মের উপর অত্যাচার অনাচার করা হতো, কংস তাকে বহুবার হত্যা করতে চায়, কিন্তু দুষ্ট কংস তা করতে পারেনি। তিনি মূলত দুষ্টের দমন শিস্টের পালন করতেই পৃথিবীতে আবিভূত হন। হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে পবিত্রতম ধর্মের বই শ্রীশ্রী গীতা তারই মুখশ্রী বাণী। এই সময় দক্ষিণ অঞ্চলে বানভাসি মানুষদের আর্থিক সহযোগিতায় মন্দিরের সকলেই অংশ নেন। উক্ত জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মোঃ সিয়াম।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি প্রকৌশলী শ্যামাপদ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফুয়াদ হোসেন,বোদা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, গোবিন্দ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিৎ কিশোর দত্ত, মন্দির কমিটির সহ সভাপতি প্রবীর চন্দ্র সহ মন্দির কমিটি ও স্থানীয় ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভক্ত বৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।