মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদায় পুলিশের সাঁড়াশি অভিযানে দুইজন আসামি গ্রেফতার করা হয়, আসামিরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল, বোদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা অফিসার ইনচার্জ মোঃমোজাম্মেল হকের নির্দেশ ক্রমে উক্ত আসামিদের গ্রেফতা করে।গ্রেফতারি পরোয়ানা আসামিরা হলেন, ১।মোঃ মশিউর রহমান, পিতা, জহির উদদীন, সাং ডাবর ভাঙ্গা,মন্ডল হাট বোদা পঞ্চগড়।২।ইলিয়াস টুডু(,৩২)পিতা রবিন টুডু সাং,বালাভীড়,ডাঙ্গাপাড়া বোদা পঞ্চগড়।উক্ত অভিযান টিমে ছিলেন বোদা থানার, এস,আই জাহাঙ্গীর আলম,এ এস আই,বিষ্টু চন্দ্র, আসামিদের আইনি কার্যক্রম শেষে জেল হাজতে প্রেরণ করা হয়।