ঢাকাThursday , 20 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

“ব্যবসায়ীকে ছুরিকাঘাত  করে মোবাইল সহ ৫ লাখ টাকা ছিনতাই।

দেশ চ্যানেল
March 20, 2025 11:57 am
Link Copied!

জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।

নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত শওকত মিয়া একই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে ও বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও ফ্ল্যাক্সিলোড দুকান শওকত টেলিকম  এর মালিক।

শওকত মিয়া সাংবাদিকদের বলেন, ‘তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছালে দুজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ছিনতাইকারীদের মুখে মুখোশ ছিল, তাই কাউকে চিনতে পারিনি।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন বলেন, ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আহত শওকত মিয়া দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST