– আবুজর গিফারী
প্রতিবছরের ন্যায় এ বছরও পহেলা জানুয়ারি, ২০২৪ সারাদেশে বই বিতরণ কর্মসূচি কে জাতীয় উৎসবে পরিণত করা হয়েছে। সোমবার সকাল থেকেই স্কুলে স্কুলে বই বিতরণে ব্যস্ত হতে দেখা গেছে দায়িত্বশীল শিক্ষক- শিক্ষিকাদের।
এদিন বেড়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ‘আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজ’ এ বই বিতরণ উৎসব উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বেড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মৎ রিজু তামান্না, নির্বাহী কমিশনার ভূমি বেড়া। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হাকিমুল কবীর , অধ্যক্ষ, আল-হেরা স্কুল এন্ড কলেজ।
জনাব হাকিমুল কবীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে উৎসবের সূচনা করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মোজাম্মেল হক সহ অন্যান্য সহকারী শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ। আলহেরা একাডেমি ছাড়াও নাকালিয়া পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈটোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকনগর দাখিল মাদ্রাসা, নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেড়া উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বই উৎসব কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন করা হয়।
এসময় প্রতিটি বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।