জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।
দূর্গাপুর উপজেলার ৬নং কাকৈরগড়া ইউনিয়নের ৫নং ও ৬ নং ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে চলেছে বালচ নদী। এ দুই ওয়ার্ডের জনগনের দীর্ঘ দিনের প্রত্যাশা বালচ নদীতে একটা সেতু নির্মান,নির্বাচনের আগ মুহুর্তে জনপ্রতিনিধিরা বার বার ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দিলেও হয়নি এই এলাকার জনসাধারণের ভাগ্যের কোনো পরিবর্তন।
আজ (১৬ নভেম্বর) রবিবার বিকেল ৩.০০ টায় বালচ নদীতে কাটের সেতু নির্মানের কাজের উদ্ভোধন করেন ৬নং কাকৈরগড়া ইউনিয়নের বিএনপির সভাপতি, জনাব গোলাম রাব্বি নিশার ভূইয়া, ইউনিয়ন অসাধারন সম্পাদক মোঃ রাজা খান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ হান্নান শাহ,ইউনিয়ন ছাএদলের সভাপতি মোঃ সুজাত আহম্মেদ ও অংগসংঠনের নেএিবৃন্দ সহ আরো অনেকে।
বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জনাব কায়সার কামালের নিজস্ব অর্থায়নে নির্মিত এই কাঠের সেতুটি এলাকার জনসাধারণের উপকারের প্রতিফলন গঠবে।
৬নং কাকৈরগড়া ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব গোলাম রাব্বি নিশার ভূইয়া বলেন, আমাদের নেতা ব্যারিষ্টার কায়সার কামাল এমপি হলে এই বালচ নদীতে স্হায়ী ব্রিজ নির্মানের পদক্ষেপ নিব।
তিনি আরো বলেন, কাকৈরগড়া ইউনিয়ন একটি অভহেলিত অন্চল এখানে জনগনের জীবনমানের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।
স্হানীয় দু এক জনের সাথে কথা বলে জানতে পারি, গোদারিয়া বাজার হতে গোপালপুর,নাকপুর সহ প্রায় ৯ টি গ্রামের সংযোগ স্হাপন হবে এই সেতু নির্মানে, গোদারিয়া গ্রামের প্রায় অর্ধশত শিশু প্রতিদিন ফেরী পার হয়ে গোপালপুর সঃপ্রাঃ বিদ্যালয়ে পড়তে যায়,এতে বর্ষার মৌসমে নদীতে পানি বেশি থাকার ফলে প্রায় ৩ মাস শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না,মাঝে মধ্যে নৌকা ডুবির গঠনাও ঘঠে।
সুতরাং, এই কাঠের সেতু নির্মানে যেমন দুই এলাকার সাধারন মানুষ সহজেই চলাফেরা করতে পারবে,এবং জীবন মানের প্রশান্তি হবে।

