ঢাকাSunday , 20 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভরা মৌসুম তবুও সাধারণ মানুষের ভাগ্যয় জুটছে না জাতীয় মাছ ইলিশ।

দেশ চ্যানেল
July 20, 2025 9:51 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

ভরা মৌসুম তবুও দেশের সাধারণ মানুষের ভাগ্যয় জুটছে না জাতীয় মাছ ইলিশ । বছর ঘুরে ঠিক এই সময়টাই ইলিশ মাছের ছড়াছড়ি থাকে বাজারে কমবেশি সব ধরনের মানুষই সাধ্য অনুযায়ী ইলিশ মাছ কিনে থাকে কিন্তু এবার সম্পূর্ণ তার ভিন্ন চিত্র বেশ কয়েক বছর ধরে ইলিশ মাছের দাম উর্ধ্বমুখী থাকার কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে ইলিশ মাছ যেন সোনার হরিণ তারপর আবার এবছর তুলনামূলক বাজারগুলোতে মাছের সরবরাহ একেবারে সীমিত। সাগর থেকে সংগ্রহ করে যতটুকু পরিমাণে ইলিশ মাছ পাইকারি আড়ৎ গুলোতে আসছে সেগুলো রাজধানী সহ দেশের নামিদামি বাজারগুলোতে চলে যাচ্ছে ফলে খুলনার ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে স্বপ্ন সাধের মাস ইলিশ। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে না পারায় ইলিশের সরবরাহ কমেছে। ছুটির দিনে বাজারে এলেও আকাশছোঁয়া দাম দেখে অনেকেই ইলিশ না কিনেই হতাশ হয়ে ফিরেছেন। প্রতিবছর জুন থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের মৌসুম ধরা হয়। তবে খুলনার বাজারগুলোতে এ সময়ে ইলিশের দেখা মিললেও চাহিদার তুলনায় তা অনেক কম। বিশেষ করে এক কেজি ওজনের ইলিশ এখন প্রায় অনুপস্থিত। গত শুক্রবার থেকে আজকের দিন পর্যন্ত খুলনার রূপসা আড়ৎ, মিস্ত্রীপাড়া বাজার ও নতুন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তুলনামূলক ছোট আকারের ইলিশ বা জাটকা বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে তা অনেক বেশি দেখা গেছে। ৫ থেকে ৬টি ছোট মাছ মিলে এক কেজি হয় এমন ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। ৬০০ গ্রাম ওজনের ইলিশই এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, যার দাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি। ৮০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজিতে। মাত্র কয়েকটি দোকানে এক কেজি ওজনের ইলিশ পাওয়া গেলেও তার দাম আকাশছোঁয়া। কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। সাধারণ মানুষের কাছে ইলিশ এখন যেন সোনার হরিণ। মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। খুলনার রূপসা আড়ৎ হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার, যেখান থেকে বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যান। শেখপাড়া বাজারের একজন বিক্রেতা বলেন, ‘মাছের যে দাম, তা কিনে বিক্রি করতে পারব কি না সন্দেহ। ৮০০ গ্রাম ইলিশ ১ হাজার ৪০০ টাকায় কিনে কিভাবে বিক্রি করব? তবুও কিছু মাছ নিচ্ছি। নতুন বাজারে মাছ কিনতে আশা একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বছরে একদিন ইলিশ খেতে পারব না।

বাজারে কোনো নিয়ম নেই। যে যেমন পারছে, দাম চাচ্ছে। ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১ হাজার ৫০০ টাকা দিয়ে কেনা আমাদের মতো চাকরিজীবীদের পক্ষে সম্ভব নয়।’ অপরদিকে মিস্ত্রীপাড়া বাজারের আর একজন ক্রেতা বলেন, ইলিশ মাছ কিনতেই বাজারে এসেছিলাম। দাম শুনে এখন অন্য মাছ কিনে বাড়ি যাচ্ছি।

দামের ঊর্ধ্বগতির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি। রূপসা পাইকারি বাজারের বেশ কয়েকজন আড়তদার বলেন,

এ সময়ে যে পরিমাণ ইলিশ আসার কথা, তার তুলনায় সরবরাহ অনেক কম। চাহিদা বেশি থাকায় দামও চড়া। তবে গত দুই দিনের তুলনায় দাম কিছুটা কমলেও সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে।

খুলনা মৎস্য অধিদফতরের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘বর্তমানে ইলিশের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। গত সপ্তাহে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারেনি, ফলে সরবরাহ কম। এখন জেলেরা সমুদ্র থেকে ফিরছে, আগামী সপ্তাহে দাম কিছুটা কমবে বলেও আশা করছি কিন্তু সব জায়গার মতো এখানেও যদি সিন্ডিকেটের কালো থাবা গ্রাস করে তাহলে দাম কমা তো দূরের কথা সাধারণ দরিদ্র মানুষদের জন্য ইলিশ মাছ থাকবে ধরাছোঁয়ার বাইরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST