ঢাকাTuesday , 5 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

“ভাগাভাগি”মোঃ ওবায়দূর রহমান।

দেশ চ্যানেল
November 5, 2024 3:54 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

ভাগাভাগির সংসারে আমাদের কিছুইতো নেই তেমন, অথবা খুব একটা বিলাসী জীবন-যাপন৷

আমরা ভাগ করে খাই,

খাটাখাটি করি আর একখাটে ঘুমাই৷

মাঝেমধ্যে বালিশের মালিকানা বদল করি৷

ভাগাভাগি করি কাঁথা-কম্বল, ফ্যানের বাতাস, মশারি টানানোর রোটেশন আর রাতেরবেলা বিজলি বাতির অন-অফ সুইচ।

 

আমাদের তো তেমন কিছুই নেই৷

আছে ছোট্ট একটা ঘর, এক চিলতে বারান্দা, ফুলের টব, টবের উপর লতানো গ্লাডিওলাস গাছ৷ আর আছে চাঁদনী রাতে মাথার উপর

ঝুলে থাকা ঝলমলে আপামর চাঁদ৷

আমরা বাহুডোর ভাগাভাগি করি,

হাত আর কাঁধ ভাগাভাগি করে;

মুখ উঁচিয়ে জ্যোৎস্না দেখি মধ্যরাতে৷

 

আমাদের নিজস্ব কোনো জলাধার নেই৷

আমরা তাই সাওয়ার ভাগাভাগি করি।

ভাগাভাগি করি জগ-গ্লাস, খাবারের জল,

মৌসুমী ফল, আর সকাল-বিকাল,

ভর সন্ধ্যায় চায়ের কাপে চুমু দেয়া ঠোঁট৷

এভাবেই আমাদের ভাগাভাগি হয় শরীর,

শরীরের উষ্ণতা, আর

সুখ সিঞ্চিত শারীরিক ভালোবাসা৷

পারিবারিক জীবনে এটাই আমাদের

সাংসারিক সম্বল৷

 

হ্যাঁ, আমরা ভালোবাসাও ভাগাভাগি করি। ভাগাভাগি করি খুনসুটি, ঝগড়াঝাটি,

রাগ অথবা মান আর অভিমান।

যার যার আলাদা সম্পদ কেবল আত্মসম্মান৷

 

আমাদের তো তেমন কিছুই নেই,

ঐটুকুনই আত্মসম্মান ছাড়া…

আত্মসম্মান আছে বলেই; কিছুই নেই সংসারেও ভালোবাসা টিকে আছে বহাল তবিয়তে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST