হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
ভাগাভাগির সংসারে আমাদের কিছুইতো নেই তেমন, অথবা খুব একটা বিলাসী জীবন-যাপন৷
আমরা ভাগ করে খাই,
খাটাখাটি করি আর একখাটে ঘুমাই৷
মাঝেমধ্যে বালিশের মালিকানা বদল করি৷
ভাগাভাগি করি কাঁথা-কম্বল, ফ্যানের বাতাস, মশারি টানানোর রোটেশন আর রাতেরবেলা বিজলি বাতির অন-অফ সুইচ।
আমাদের তো তেমন কিছুই নেই৷
আছে ছোট্ট একটা ঘর, এক চিলতে বারান্দা, ফুলের টব, টবের উপর লতানো গ্লাডিওলাস গাছ৷ আর আছে চাঁদনী রাতে মাথার উপর
ঝুলে থাকা ঝলমলে আপামর চাঁদ৷
আমরা বাহুডোর ভাগাভাগি করি,
হাত আর কাঁধ ভাগাভাগি করে;
মুখ উঁচিয়ে জ্যোৎস্না দেখি মধ্যরাতে৷
আমাদের নিজস্ব কোনো জলাধার নেই৷
আমরা তাই সাওয়ার ভাগাভাগি করি।
ভাগাভাগি করি জগ-গ্লাস, খাবারের জল,
মৌসুমী ফল, আর সকাল-বিকাল,
ভর সন্ধ্যায় চায়ের কাপে চুমু দেয়া ঠোঁট৷
এভাবেই আমাদের ভাগাভাগি হয় শরীর,
শরীরের উষ্ণতা, আর
সুখ সিঞ্চিত শারীরিক ভালোবাসা৷
পারিবারিক জীবনে এটাই আমাদের
সাংসারিক সম্বল৷
হ্যাঁ, আমরা ভালোবাসাও ভাগাভাগি করি। ভাগাভাগি করি খুনসুটি, ঝগড়াঝাটি,
রাগ অথবা মান আর অভিমান।
যার যার আলাদা সম্পদ কেবল আত্মসম্মান৷
আমাদের তো তেমন কিছুই নেই,
ঐটুকুনই আত্মসম্মান ছাড়া…
আত্মসম্মান আছে বলেই; কিছুই নেই সংসারেও ভালোবাসা টিকে আছে বহাল তবিয়তে৷