ঢাকাThursday , 15 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভাঙন রোধে যমুনা নদীতে বাঁধ নির্মানের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন।

দেশ চ্যানেল
May 15, 2025 12:30 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে গান্ধাইল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন পয়েন্টে যমুনার পানি বাড়তে শুরু করার সাথে সাথে নদীর পাড় ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এ ভাঙনে হুমকির মুখে পড়েছে কবি নজরুল ও তার পত্মী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত প্রায় তিন’শত বছরের ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি, হাট-বাজার ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজারো বসতবাড়ি। এতে ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের হাজারো মানুষ। তাই ভাঙন রোধে যমুনা নদীতে বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের গ্রামবাসী ।

বৃহস্পতিবার (১৫ ই মে) দুপুরে তেওতা ইউনিয়নের গান্ধাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

স্থানিয়রা জানান, গত বর্ষা মৌসুমে নদীর গতি পথ পরিবর্তন হওয়ার ফলে স্রোত সরাসরি পূর্ব পাড়ে লাগছে,যার কারণে বর্ষার আগেই ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনে ইতিমধ্যে বেশ কিছু ফসলি জমি নদী গর্ভে বিলিয়নও হয়ে গেছে।

তারা বলছেন বর্ষা মৌসুম শুরুর আগেই এমন অবস্থা হলে নদীতে জোয়ার আসলে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে এ অঞ্চলটি। স্থানীয়দের দাবি, দ্রুত নদীর পাড়ে জিও ব্যাগ ফেলে ভাঙন না ঠেকালে মানচিত্র থেকে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী তেওতা এলাকাটি। এ কারণে সংশ্লিষ্টদের দ্রুত ভাঙন রোধে কার্যকারী ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী ।

নদী ভাঙনের ফলে জমিদার আমলের দুটি স্কুল, একটি হাট-বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসসহ হাজারো বসতবাড়ি নদী ভাঙনের হুমকিতে রয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সামান্য কিছু জিও ব্যাগ ফেললেও তা ভাঙন রোধে খুবই সামান্য। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা তোজাম্মেল হক তোজা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST