ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় দুই বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধী যুবক নিহত

দেশ চ্যানেল
February 21, 2024 11:14 am
Link Copied!

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামে অবস্থান করছে ভারতীয় দুই হাতি ।
ইতিমধ্যে এই দুই হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে নুরুজামাল (২৮) নামের এক প্রতিবন্ধি যুবক । নিহত নুরুজামাল দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের আবুল হোসেনের পূএ ।
স্থানীয়রা বলছেন উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়নের ইসলামপুর,প্রধানগজ সীমান্ত দিয়ে এই দুই হাতি বাংলাদেশে প্রবেশ করে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিম গঞ্জ এলাকায় আসে। রাস্তায় একটি গরুকে আহত করে তারা। বর্তমানে ভূট্টাক্ষেতের ভেতরে হাতি দুইটি অবস্থান করছে। হাতি দুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভীড় করছে । ইতিমধ্যে পুলিশ, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।দেখতে আসা দর্শনার্থীদেরকে এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় ফিরে যাওয়ার আহŸান জানাচ্ছেন। কোন ক্রমেই যাতে হাতি দুটিকে উত্তপ্ত না করা হয় হ্যান্ড মাইকের মাধ্যমে এমন আহŸান জানাচ্ছেন প্রসাশনিক কর্তব্যরতরা ।
এলাকাবাসী ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন ,এই দুই বন্য হাতির আক্রমণে নুরজামাল (২৮) নামে এক প্রতিবন্ধি যুবক আহত হলে তেঁতুলিয়া হাসপাতালে দ্রæত নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার পঞ্চগড় আধুনিক হাসপাতালে প্রেরণ করে, পরবর্তীতে তার মৃত্যু হয় ।
বনবিভাগ জানায় ,ইতিমধ্যে ভারতীয় বন ও বন্য প্রাণী বিভাগ তাদের সাথে যোগাযোগ করেছে। হাতি দুটিকে উদ্ধার করে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তারা। কাশিমগঞ্জ গ্রামের মনজুর, জামাল উদ্দীন ও ওসমান গণি জানান, বসত বাড়িতে ঢুকে পড়েছিল তারা। যাবার সময় বাড়ির বেড়া, বাথরুমের ওয়াল ভেঙ্গে দিয়েছে। মরিচ খেত ও ভুট্টা খেত নষ্ট করেছে। আমরা খুব আতংকে ছিলাম। তারপরে ধীরে ধীরে পশ্চিম দিকের ভুট্টা ক্ষেতে চলে যায়। বর্তমানে মহানন্দা নদীর পাড়ে ভুট্টা ক্ষেতে অবস্থান করছে।
বনবিভাগ জানিয়েছে ইতিমধ্যে ভারতীয় বন ও বন্য প্রাণী বিভাগ তাদের সাথে যোগাযোগ করেছে। হাতি দুটিকে উদ্ধার করে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তারা। জেলা সহকারী বন সংরক্ষক নুরুনাহার জানান, আমাদের কর্মীরা স্থানীয়দের সচেতন করতে মাইকিং করছে। এই মুহুর্তে হাতি দুটিকে কোনভাবেই উত্তপ্ত করা যাবেনা। ভারতীয় বন ও প্রাণী বিভাগের উদ্ধর্তন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা এলে আমরা হাতি দুটিকে কিভাবে তাদের কাছে তুলে দেয়া যায় পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST