ঢাকাSunday , 3 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

ভারতীয় (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু।

দেশ চ্যানেল
September 3, 2023 1:55 pm
Link Copied!

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচরে মানিক মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী বন্দবের ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে লাশের সন্ধান পেয়ে উদ্ধার করা হয়। মানিক ওই ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।ধারণা করা হচ্ছে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬১ এর দক্ষিণে ওই গুলির ঘটনা ঘটে।
শৌলমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মাফুজুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘটনার পর নিহতের লাশ নিয়ে তার পরিবার সটকে পড়লে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।একাধিক এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেহুলারচর সীমান্তের কাঁটাতারের কাছ দিয়ে মানিক মিয়াসহ কয়েকজন গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া গুরুতর আহত হন। সহযোগীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা আইনি ঝামেলা এড়াতে মরদেহ নিয়ে সটকে পড়েন। রোববার দুপুরে পার্শ্ববর্তী বন্দবের ইউনিয়নের ৩নং ওয়ার্ডেরবাঞ্চারচর বাজারের পশ্চিমে মোতালেব নামে ব্যক্তির বাড়িতে লাশের সন্ধান পাওয়া যায়।এদিকে লাশের সন্ধান পাওয়া খবরে বন্দবের ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ময়েজ উদ্দিন বলেন, ‘রাত দুটার দিকে মানিকের লাশ মোতালেবের বাড়িতে আনা হয়। তার পেটের ডান দিকে এবং বুকে মোট দুটি গুলির চিহ্ন আছে।শরীরে দুটি চিহ্ন থাকার কথা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) রূপ কুমার সরকার বলেন, ‘বন্দবের ইউনিয়নে নিহতের আত্মীয়ের বাড়িতে মরদেহের সন্ধান পাওয়া গেছে। দুটি ছোট ছিদ্র ছাড়া শরীরে কোনো জখমের চিহ্ন দেখা যায়নি। তবে চিহ্ন দুটি গুলির কিনা পরীক্ষা করে বলা যাবে।
জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরিকি বলেন, ‘আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনও নিশ্চিত হতে পারিনি। নিহত ব্যক্তি সীমান্তে গুলিতে নিহত হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST