মুন্না ইসলাম স্টাফ রিপোর্টার রাজশাহী:
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলন এর মাধ্যমে নতুন কমিটির প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল । তার ই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আওতাধীন পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া হাই স্কুল মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব ওয়াসিম আলীর সভাপতিত্বে ও পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হক মিলন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানার তথ্য সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদুর রহমান লিটন আহবায়ক রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সদস্য সচিব জনাব শাহরিয়ার আমিন বিপুল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আরফিন কনক ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ পুঠিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব আলাউদ্দিন আলাল , সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি পুঠিয়া পৌর ছাত্রদলের সভাপতি এবং পুটিয়া উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নেফাউর রহমান সুমন , পুঠিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির , ভালুক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম রাসা , পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ভাল্লুকগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জনাব নবীন ইসলাম পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব , সহ উপজেলা ইউনিয়ন ও জেলার নেতৃবৃন্দ।
এ সময় প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শাহরিয়ার আমিন বিপুল বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ৫ই আগস্ট ২০২৪ স্বৈরাচার সরকার পতন হয় ।এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় ছাত্রদের পাশে থেকে আন্দোলন করে গেছে । তিনি আরো বলেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন ।
প্রধান বক্তার বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফিন কনক বলেন ৫ ই আগস্ট এর পরে যারা বিএনপিতে নতুন এসেছেন আমরা আপনাদের বাদ দিতে চাই না ।আপনারা পিছনে থাকবেন সামনে আসার চেষ্টা করবেন না। দলের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠিন হাতে তা প্রতিহত করা হবে । তিনি আরো বলেন আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার অতীতেও পালিয়েছে এবারেও পালিয়েছে তাদের নেতাকর্মীরা রাতের আঁধারে বোরখা পড়ে মিছিল করে । তারা কথায় কথায় বলতো খেলা হবে আমরাও তাদের বলতে চাই আসো আমরা খেলব এতদিন তোমাদের দখলে রেফারি লাইস ম্যান সহ সবাই ছিল এখন আমরা তোমাদের সাথে খেলবো।
তিনি আরো বলেন বাংলাদেশের নতুন একটি সুবিধা ভোগী দল হয়েছে যারা বিগত দিনে একটা মিছিল করতে পারেনি। কিন্তু এখন তারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে । আমাদের সবাইকে এক হয়ে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সব বিষয়ে তৎপর থাকতে হবে কেউ যেন দলে বিভেদ সৃষ্টি করতে না পারে।
অনুষ্ঠানটি শেষে ভালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি করার জন্য নাম প্রস্তাবনা নেওয়া হয়।