ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ব্যবসায়ের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, মল্লিকবাড়ী ইউনিয়নের আবুল হাসেমের ছেলে সাদিকুল ইসলাম (২৮) গত তিন বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেন ত্রিশাল আমিরাবাড়ী এলাকার কুব্বত মিয়ার মেয়ে আনিশা আক্তার তাবাসসুমকে। গত ২০শে জুলাই সাদিকুলের বাড়ীতে আনিশার মা আসমা খাতুন ও পিতা কুব্বত মিয়া বেড়াতে আসেন। এসময় সাদিকুল তার কাপড়ের ব্যবসায়ের নয় লাখ পঞ্চাশ হাজার টাকা স্ত্রী তাবাসসুমের কাছে রেখে বাজারে যায়। পরে তিনি বাড়ী এসে স্ত্রী ও শশুর শাশুড়ীকে না পেয়ে স্ত্রীর মোবাইলে ফোন করেন। তাবাসসুম কয়েকদিন বেড়ানোর কথা বলে সময় নিতে থাকে ও বাড়ীতে লোক না থাকায় টাকা নিয়ে গেছে বলে জানায় সাদিকুলকে। এমতাবস্থায় কয়েকদিন পার হলে সে স্ত্রীকে ফোন দিলে না আসার তালবাহানা করতে থাকে। এসব ঘটনা শশুর শাশুড়ীকে জানালে তারা উল্টো সাদিকুলকে হুমকি প্রধান করে বলে তাদের মেয়ে আর সংসার করবেনা। সাদিকুল প্রতিত্তোরে টাকা ও বিয়ের সময় দেওয়া পাঁচ লাখ টাকার স্বর্নলংকার ফেরত চাইলে তাকে নারী নির্যাতন মামলা ও খুনের হুমকি দেন শশুর বাড়ীর লোকজন।
এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, স্ত্রী আনিশা আক্তার তাবাসসুমের বিরুদ্ধে তার স্বামী সাদিকুলের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।