বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
পত্নীতলা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ও স্বাবলম্বী করার মহৎ উদ্দেশ্য নিয়ে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকাল ০৩ টায় এক ব্যতিক্রমী পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
পত্নীতলা উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলনের পক্ষে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া তাঁর বক্তব্যে বলেন, “ভিক্ষাবৃত্তি কোনো স্থায়ী সমাধান নয়। আমরা চাই ভিক্ষুকরা যেন সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে। এই ছাগল বিতরণের মাধ্যমে তারা ক্ষুদ্র পরিসরে হলেও উৎপাদনমুখী কাজে যুক্ত হবেন এবং ধীরে ধীরে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।” তিনি আরও উল্লেখ করেন, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজ থেকে ভিক্ষাবৃত্তির মূলোৎপাটন করে একটি মানবিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী সমাজ প্রতিষ্ঠা করা।
উপজেলার ১১ টি ইউনিয়ন ১১ জন তালিকাভুক্ত ভিক্ষুকদের হাতে পুনর্বাসনের প্রতীক হিসেবে ১টি ছাগল ও নগদ ২০০ টাকা যাতায়াতের ভাড়া বাবদ হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগ শুধু ছাগল বিতরণে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণ। উপজেলা সমাজসেবা কার্যালয় তাদের স্বাবলম্বী হওয়ার পথে সার্বিক সহায়তা প্রদান করবে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফিরোজ আল-মামুন জানান, ভিক্ষুকদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সুবিধাভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও ইউএনও-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন। এই অনুষ্ঠানে আরও অতিথি উপস্থিত ছিলেন উপজেলা এলজিআরডি কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন প্রমূখ।

