ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে “বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর” ৪৬ বছর পূর্তি ও ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। এসময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ শফিকুল ইসলাম মুকুল, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, বিশিষ্ট কবি সাহিত্যিক মামুন তরফদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি হাসান সায়োরার লাভলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, ফরমান শেখ, তৌফিকুর রহমান মানিক প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।