ঢাকাSaturday , 4 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ভূমিদস্যুর থাবা থেকে কৃষকের জমি উদ্ধার করলো বিএনপি নেতাকর্মীরা।

    দেশ চ্যানেল
    January 4, 2025 11:21 am
    Link Copied!

    মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

    দরিদ্র কৃষক শহিদুল ইসলাম। আবাদি জমি বলতে বাড়ির পাশের একবিঘা জমি। সম্প্রতি এই জমিটিই অবৈধভাবে দখলে নেয় আশিক নামের স্থানীয় এক ভূমিদস্যু। এ অবস্থায় দরিদ্র শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দখলমুক্ত করে দেন সেই জমি।

    ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নেকীপাড়া গ্রামের। অভিযুক্ত আশিক একই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

    শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু দাউদ প্রধানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এই জমি উদ্ধার করেন। এতে অংশ নেন- ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    জমি উদ্ধার করে দেয়ায় বিএনপি নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান ভুক্তভোগি শহিদুল ইসলাম। তিনি বলেন, আমার ক্রয়কৃত এই জমি একযুগ ধরে ভোগদখল করে আসছি। গত ৩০ ডিসেম্বর হঠাৎ করেই আমার জমিতে অবৈধভাবে বিভিন্ন গাছ রোপন ও একটি টিনের ছোট ঘর তুলে জমিটি দখলে নেন আশিক। আজকে (শনিবার) বিএনপির লোকজন আমার জমিটি দখলমুক্ত করে দিয়েছেন- এজন্য আমি আনন্দিত।

    জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু দাউদ প্রধান বলেন, আমরা জেনেছি বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে শহিদুল নামের ওই ব্যক্তির জমি দখলে নেয় ভূমিদস্যুরা। বিএনপি এই ধরণের কর্মকান্ড কখনোই সমর্থন করেনা। দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আমরা জমিটি দখলমুক্ত করে দিয়েছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST