নিজেস্ব প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা দেবীপুর গ্রামের মোঃ রেন্টু নামের এক ব্যক্তি নিজেকে এন এস আই পরিচয় দিয়ে মোঃ শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট হইতে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই রেন্টু দেবীপুর গ্রামের মোঃ আজিজুল হকের বড় ছেলে । তিনি নিজেকে বিভিন্ন মহলে এন এস আই পরিচয় দিয়ে সুবিধা ভোগ করেন।
উক্ত গ্রামের শরিফুল নামের এক ব্যক্তি একই গ্রামের মুন্না পাড়া নামক স্থানে লিজকৃত ৪৫ শতক (আনুমানিক) জায়গাতে মুরগির খামার প্রকল্প করার উদ্দেশ্যে ৪-৫ লক্ষ টাকা খরচ করে একটি ঘর নির্মাণ করেন। উক্ত ঘর নির্মাণের সময় রেন্টু প্রকল্পের মালিক শরিফুলের কাছ হইতে নগদ ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। শরিফুল চাঁদা দিতে অস্বীকার করলে গত ২৭.১২.২০২৪ ইং তারিখে আনুমানিক ভোর ৫.০০ মিনিটে রেন্টু তার সন্ত্রাসী দলবল নিয়ে অর্ধ নির্মিত ঘর ভেঙ্গে চুর্ণবিচুর্ণ করে দেয়। এটা করেই সে খান্ত হয়নি বরং শরিফুল কে জানে মারার হুমকি দিয়ে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছে ।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে জানের নিরাপত্তা স্বার্থে ও ক্ষতিপূরণের আশায় শরিফুল গত ২৮.১২.২০২৪ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন। তার দাবি আসামি গণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।