ঢাকাThursday , 12 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় আকাশ কুমার কুন্ডু,র বদলির আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন।

দেশ চ্যানেল
September 12, 2024 10:31 am
Link Copied!

ভেড়ামারা উপজেলা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন এর ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভেড়ামারা উপজেলা চত্বর থেকে দুপুর ১২ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ভেড়ামারার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ বিক্ষোভ করে।

এ সময় উপজেলার আশেপাশের প্রায় ১৫টি স্কুলের শত শত শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ইউএনও মহোদয় বদলি মানি না মানব না’ স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা প্রাঙ্গণসহ প্রধান প্রধান সড়ক।

বৈষম্য বিরোধী আন্দোলন এর শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়, আমাদের ইউএনও আকাশ কুমার কুন্ডু একজন হৃদয়বান মানুষ। তিনি ছাত্র আন্দোলনে আমাদের পাশে সার্বক্ষণিক ছায়ার মত ঢাল হয়ে ছিলেন। এছাড়াও শিক্ষা সহায়ক, ভেদাভেদ ভুলে সব মানুষের সঙ্গে মিশতে পারেন, আমরা তার থেকে সুষ্ঠু বিচার সবসময় পেয়ে আসছি। দেশের এই ক্লান্তি লগ্নে ভেড়ামারার বাসীর কে তেমন কোন অঘটন ঘটটে দেননি। উপজেলাকে উন্নয়নমুখী এবং পরিচ্ছন্ন নগরী করার জন্য আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন,আমাদের ইউএনও মেহেরপুর সদরে বদলি হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা আপনাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।

আয়েশা বলেন, উপজেলার একজন সাধারণ নাগরিক হয়ে জনবান্ধব এ ইউএনওকে আমরা চাই। খুব অল্প সময়ে তিনি সবার মন জয় করেছেন।

 

ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড দৈনিক আজবেলা প্রতিবেদক কে বলেন, আমার বদলি আদেশ পেয়েছি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। ভেড়ামারার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST