ভেড়ামারা প্রতিনিধি –
রহিমা আফসার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা আয়োজিত আজ রবিবার অত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
আশরাফুল হোসেন বাচ্চু খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পৌর আওয়ামিলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোস্তফা কামাল মকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প:প: কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ক্যাপ্টেন এবিএম আফজাল হোসেন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, রতন প্রামাণিক।
প্রধান অতিথি আবু হেনা মোস্তফা কামাল মকুল বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের খুব জরুরি তথ্য। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে, তেমনই মা–বাবার পজিটিভ-নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি। আপনারা ধীর স্থির ভাবে রক্তের গ্রুপ করবেন। এটা আমাদের সবার কাজে আসবে।
ডাঃ নুরুল আমিন এবং ডাঃ কামরুল ইসলাম মনা রক্তের গ্রুপ করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
রক্তের গ্রুপ নির্ণয় করেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টেকনোলজিস্ট সামিনা আক্তার ও দুলাল হোসেন।
প্রায় ২ শতাধিক এর বেশী মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।