ঢাকাSaturday , 20 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় নকল ব্যান্ডরোল এর স্বর্গরাজ্য করিম বিড়ি।

দেশ চ্যানেল
January 20, 2024 10:58 am
Link Copied!

পর্ব -১

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারায় অসংখ্য বিড়ি ফ্যাক্টরি থাকলেও নকল ব্যান্ডরোল এর স্বর্গরাজ্য নামে খ্যাত করিম বিড়ি।
সার্কেল এর মূসক নিবারক দল ভেড়ামারা সার্কেলের অধীন গত ১৮/০১/২৪ ইং তারিখে বিভাগীয় কাস্টমস কমিশনারের নির্দেশ করিম বিড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে কারখানা প্রাঙ্গনও গোডাউন থেকে ঘোষনা বহির্ভূত প্রক্রিজাতকরন তামাক ৯২৬ বস্তা( ৪০ কেজি) স্হানীয় ইউ পি মেম্বারের জিন্মায় ২ টি গোডাউন সিলগালা করে জিন্মানামার মাধ্যমে জিন্মায় দেয়া হয়।
বিড়ির লেবেল,পেটি,বিড়ির পেপার-৯৯ বস্তা।
নকল ব্যান্ডরোলযুক্ত করিম বিড়ি ১৪ বস্তা(৫,৬০,০০০/-)
নকল ব্যান্ডরোল আনুমানিক ৫ পেটি(২৫০০ সিট)।
করিম বিড়ির মালিক এর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কাস্টমস সুপার খালেকুজ্জামান বলেন, করিম উদ্দেশ্যে প্রণোদিত ভাবে কাস্টমস কে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যাচার করে চলেছেন। করিম সাহেব নিজের দোষ ঢাকতে এমন মিথ্যাচার করে চলেছেন। করিম বিড়ির মালিক করিম সাহেব বলেন, আমি টাকা দেয়নি বলে আমার ফ্যাক্টরিতে অভিযান করেছে। জনমনে প্রশ্ন করিম সাহেব যদি সততার সাথে ব্যবসা করে থাকেন তাহলে কেন কাস্টমস সুপার কে টাকা দিবে?
নকল ব্যান্ডরোল এর স্বর্গরাজ্য খ্যাত করিম বিড়ি ফ্যাক্টরি থেকে এত নকল জিনিসপত্র পাওয়া গেলো কি করে? নিশ্চয়ই ২ নম্বরি আছে বলেই টাকা দেয়।
মনোয়ার নামে একজন বলেন, আমার জানামতে করিম বিড়ি ফ্যাক্টরি রংপুরে। একই নামে বিড়ি ফ্যাক্টরি চলে কি করে? নাকি ঐ রংপুরের বিড়ির নাম ভাঙ্গিয়ে নকল ব্যান্ডরোল এর ব্যবসা চালিয়ে যাচ্ছে?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST