ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
তারমধ্যে, এসএসসি থেকে ১০ জন, এইচএসসি ১০ জন, মাদ্রাসা ১০ জন, ভোকেশনালসহ মোট ৩৭ জন কে সেরা মেধাবী মনোনীত করে তাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, অবিভাবক, সেরা মেধাবী ছাত্র ছাত্রীগণসহ মিডিয়া কর্মী।
অনুষ্ঠান টি পরিচালনা করেন হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।