ভেড়ামারা প্রতিনিধি –
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যখন হযবরল অবস্থা ঠিক তখনই কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে শেখ শহিদুল ইসলাম যোগদান করার পর মাত্র ১০ দিনেই ভেড়ামারা বাসীর আস্হা অর্জন করতে সক্ষম হয়েছে। থানায় মানুষ প্রাণখুলে তাদের সমস্যা নিয়ে ওসি সাহেবের কাছে বলতে পেরে তারা খুশী বলে জানিয়েছেন থানায় আসা ভুক্তভোগী জনতা। মাত্র ১০ দিনের মধ্যে তার সুকৌশলের দক্ষতায়
ফেন্সিডিল, ইয়াবা, টাাপেন্টাডল,জালটাকা উদ্ধারসহ ব্যাপক সফলতা অর্জন করেছে। গত ৫ আগষ্টের পর থানার পুলিশি কার্যক্রম কিছুটা ধীরগতি থাকলেও বর্তমানে ভেড়ামারা থানা পুলিশ সাধারন মানুষের সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ করছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করেছে। গত কয়েকদিনে ফেন্সিডিল উদ্ধার হয়েছে ৫০ বোতল, ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ৫৫ পিস, টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে ২০ পিস, ডিবি পরিচয়ে দস্যুতা করা ১লক্ষ ৪ হাজার টাকা উদ্ধার, জাল ৮৯ হাজার টাকার মামলা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ৯জন, গ্রেফতারী পরোয়ানা মামলা নিষ্পত্তি ১৯টি। এ ধরনের বিভিন্ন বিষয় হাতে নিয়ে কাজ করছে শেখ শহিদুল ইসলাম। তিনি আরো বলেন, আপনারা যত আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, ততই আমার পারফরম্যান্স যোগ হবে।
অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ২৪ ঘন্টা আমার দরজা খোলা। ভেড়ামারা থানাকে মাদক, দখজবাজ, চাঁদাবাজসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। কোন অপরাধীর সাথে আপোষ নয়। ভেড়ামারা থানা হবে জনগণের কল্যাণের জন্য। আপনাদের সমস্যায় আইন নিজ হাতে না নিয়ে আমাদের কে অবহিত করুন। ভেড়ামারা থানা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছে এবং থাকবে।