একে এম গিয়াসউদ্দিন (ভোলা)
ভোলায় যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলা প্রশাসন ও পুলিশের পক্ষে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর)শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও যুগিরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
পরে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে মুক্তিযোদ্বা স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।
ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে সকাল সারে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গালর্স গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করা হয়।
সকাল ১১ টার মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান ও সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জান উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ অভিবাদন গ্রহন করেন। পরে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকাজ বৃন্দ সহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।