ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ভোলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

    দেশ চ্যানেল
    December 16, 2023 11:42 am
    Link Copied!

    একে এম গিয়াসউদ্দিন (ভোলা)

    ভোলায় যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলা প্রশাসন ও পুলিশের পক্ষে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

    আজ (১৬ ডিসেম্বর)শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও যুগিরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
    পরে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে মুক্তিযোদ্বা স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।

    ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে সকাল সারে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গালর্স গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করা হয়।

    সকাল ১১ টার মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান ও সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জান উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ অভিবাদন গ্রহন করেন। পরে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
    এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকাজ বৃন্দ সহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST