মোঃসুলাইমান পোদ্দার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা বিএনপি এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় । এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব ওমর আসাদ রিন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তারা ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনার পুনর্জাগরণ ঘটে। এই বিপ্লব দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় একটি মাইলফলক হয়ে দাঁড়ায়। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হওয়া অপরিহার্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন জুলফিকার, যুবদলের আহ্বায়ক হাসান সাফা পিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, এবং ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমানসহ প্রমুখ ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা তজুমদ্দিনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি অনুষ্ঠানকে সফল করে তোলে।