মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে পায়ে হেঁটে পথযাত্রা শুরু করেছেন বগুড়ার কৃতি সন্তান বগুড়া আজিজুল হক কলেজের সুনামধন্য ছাত্র মওদুদ আহমেদ কুরাইশী। তার গ্রামের বাড়ি চান্দাইকোনা, তার বাবার নাম ইয়াসিন আলী, পোস্ট চান্দাইকোনা, উপজেলা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ। তার সংগঠনের নাম স্বপ্ন নিয়ে পথ চলা, এসো হাঁটি আলোর পথে মাদকের বিরুদ্ধে, ক্রস কান্ট্রি ১,পায়ে হেঁটে তেতুলিয়া টু টেকনাফ। পঞ্চগড় থেকে বোদা ১৭ কিলো রাস্তা হেঁটে আসতে তার সময় লেগেছে তিন ঘন্টা। বোদা এসে পৌঁছানো মাত্র বোদা বাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মদুদ কোরাইশি গণমাধ্যম কর্মীদের জানান মানুষ কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি একদিন বড় হলে পায়ে হেঁটে তেতুলিয়া টু টেকনাফ ভ্রমণ করব, আমার আশা পূরণ হতে চলেছে আমার জন্য সকলে দোয়া করবেন। বোদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল হক জানান, তার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো মহান আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুক সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক এবং সুস্থ শরীরে সে যেন পায়ে হেঁটে তার পরিবারের কাছে যেতে পারে এই দোয়া করি।