সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ মধ্যেনগর উপজেলায় ৬৫ পিস ইয়াবা সহ একজন মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আলীম উদ্দিন ও এসআই রফিজুল মিয়া নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২০ জানুয়ারি রাত ১০.৩০ ঘটিকার সময় মধ্যনগর থানাধীন ৩নং চামরদানী ইউপির অন্তর্গত সাভারীপাড়া সাকিনস্থ একতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ হইতে মধ্যনগর উপজেলার প্রবোধ তালুকদারের ছেলে প্রনয়ন তালুকদার(৩৫) এর হেফাজতে হইতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট মোট মূল্য অনুমান-১৯,৫০০/- (ঊনিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মধ্যনগর থানার মামলা নং-০৫, তারিখ-২১/০১/২০২৪ ইং ধারা-২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মধ্যেনগর থানা অফিসার ইন চার্জ মোঃ এমরান হোসেন বলেন, গত শনিবার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অটল এবং অভিযান চলবে।