মনোহরদী উপজেলা প্রতিনিধি
আজ শনিবার সকাল ৭:০০ টার দিকে সল্লাবাইদ (০৬ নং) ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সংগ্রহ ও গণসংযোগ করার সময় পৌরসভার আমির জনাব আসাদুজ্জামান নুর( সিনিয়র সাংবাদিক) হযরত ওমর ফারুক (রাঃ)এর শাসন আমলে এক বেদুইন মহিলার ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন সেই গভীর রাতে আমিরুল মু’মিনিন আটার বস্তা কাঁধে রওনা হলেন সেই বেদুইন মহিলার কাছে। রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডার থেকে এক বস্তা আটা কাঁধে তুলে নিলেন। তাঁর সাহায্যে লোক এগিয়ে এলে তিনি ধমক দিয়ে বললেন, “কেয়ামতের দিন কী তুমি আমার পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিবে?” সবাই নির্বাক হয়ে পিছিয়ে গেল বাংলাদেশ জামায়েত ইসলামী কমীদের ওমরের মতো হতে হবে, আমরা আল্লাহর এই জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের আইন চালু করতে চাই যাতে সকল শ্রেনির মানূষ সুখে শান্তিতে বসাবস করতে পারে। গনসংযোগে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোফাজ্জল হোসেন পৌরসভা সেক্রেটারী ও ৬নং ওয়াড জনাব সভাপতি মোঃ ওসমান প্রমুখ।