ঢাকাSunday , 6 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মন্দির গুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

    দেশ চ্যানেল
    October 6, 2024 1:49 pm
    Link Copied!

    জিয়া চৌধুরীঃ খুলনা জেলা প্রতিনিধি

    দূর্গাপূজার আর মাত্র ২ দিন বাকি। দূর্গাপূজা কে কেন্দ্র করে দৌলতপুরের সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এবার দৌলতপুরের ১৯ পূজা মন্ডপে দূর্গাপূজা উদয়াপন করা হচ্ছে। দৌলতপুরের বিভিন্ন পূজা মন্ডপে তৈরি করা হয়েছে প্রতিমা। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলে ও কিছু মন্ডপে মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা। শিল্পির রংতুলির আঁচড়ে দৃষ্টি নন্দন করা হচ্ছে প্রতিমার অবায়ন। পূজা মন্ডপ ও তার পাশের সড়ক গুলোতে করা হয়েছে বাহারি আলোক সজ্জা ও দৃষ্টিনন্দন গেট। দূর্গা উৎসব কে কেন্দ্র করে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা মন্দির এলাকা গুলোতে তাদের বাহারি পন্য সামগ্রী নিয়ে দোকান সাজাতে ব্যাস্ত সময় পার করছে। তাছাড়া এই উৎসবের কারণে দৌলতপুর বাজারে বেড়েছে বেচাবিক্রি, বেড়েছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে গার্মেন্টস, জুতা,কসমেটিক  সহ অন্যান্য দোকান গুলোতে ক্রেতাদের ভীর লক্ষ্য করা গেছে।

    দৌলতপুর পাবলা সার্বজনীন কালীবাড়ী মন্দির, পাবলা বণিকপাড়া গাছতলা সার্বজনীন পূজা মন্দির, পাবলা বণিকপাড়া জয় মা রাধা বিনোদিনী সার্বজনীন পূজা মন্দির, পাবলা বণিকপাড়া মাতৃ মন্দির, আঞ্জুমান রোডস্থ দৌলতপুর ঋষি পাড়া সার্বজনীন পূজা মন্দির, দেয়ানা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির, পাবলা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দির,পাবলা সাহাপাড়া সার্বজনীন পূজা মন্দির, সরকারি বি,এল,কলেজ পূজা মন্দির, মহেশ্বরপাশা কালীবাড়ী পূজা ও মন্দির উন্নয়ন কমিটি,মহেশ্বরপাশা বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির, মহেশ্বরপাশা উওর বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির, মহেশ্বরপাশা মজুমদার পাড়া সার্বজনীন চন্ডী মন্দির,মহেশ্বরপাশা ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, মহেশ্বরপাশা ঋষিপাড়া সার্বজনীন পূজা মন্দির, মহেশ্বরপাশা ঋষিপাড়া দূর্গাপূজা মন্দির, মহেশ্বরপাশা সেনপাড়া সার্বজনীন পূজা উদয়াপন পরিষদ, মহেশ্বরপাশা ( মল্লিকপাড়া) সার্বজনীন জোড়া মন্দির সহ ১৯ টি মন্দিরে দূর্গাপূজা উদযাপিত হবে। দৌলতপুর পাবলা সার্বজনীন কালীবাড়ী মন্দিরের

     

    পুরোহিত শ্রী সম্ভুনাথ চক্রবর্তী বলেন আগামী ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা থেকে আমরা পূজার কার্যক্রম শুরু করবো। এ বছরের পঞ্জিকা মতে আগামি ৯ অক্টোবর বুধবার সকাল ৯ টায় মহা ষষ্টি পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা উৎসব। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দূর্গাদেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা দোলায় আগমন করবে। ১৪ অক্টোবর বিজয়া দশমীতে গজে করে গমন করবে। বিজয়া দশমী শেষে দৌলতপুরের ১৯ টি মন্দিরের দূর্গা প্রতিমা গুলো দৌলতপুর কবিরাজ ঘাটে ৭ টি, রেলিগেট নগর ঘাটে ৫ টি, বিএল কলেজ ঘাটে ১ টি, টিবি হাসপাতাল ঘাটে ১ টি,পুকুরে ৪ টি পূজা বিসর্জন দেওয়া হবে ও ১ টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না। বাংলাদেশ পূজা উদয়াপন পরিষদ, দৌলতপুর থানা শাখার সভাপতি তিলোক গোস্বামী বলেন এবার দৌলতপুর থানা এলাকায় ১৯ টি পূজামন্ডপে দূর্গাপূজা উদয়াপিত হবে। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষন কমিটি গঠন করা হয়েছে। পূজামন্ডপ গুলোতে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা,পুলিশের পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক ও আনছার সদস্য। বসানো হবে সিসি ক্যামেরা। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

     

    দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান আমরা নিয়মিত ভাবে মন্দির এলাকা গুলোতে টহল দিচ্ছি, পূজা উদয়াপন কমিটির সংঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাড়াছা মন্দির গুলোতে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ সহ নিরাপত্তা জনিত নানা পরামর্শ দেওয়া হয়েছে। পূজা শুরু হলে বিভিন্ন আইন শৃংখলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST