খায়রুল বাশার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের সফলতায়
২০ হাজার টাকা জালনোট সহ ২ জন কে গ্রেফতার করেছে এসআই মোঃ আল মামুন । কোতোয়ালী মডেল থানার ২৩ নভেম্বর জিডি নং-২৪৫৭, মূলে সংগীয় ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-২ (দিবা) ডিউটি করাকালীন সময়ে উক্ত তারিখ অনুমান সকাল ৮.৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার বড় বাজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামনে থেকে মানিক (৩৫) এর পরিহিত শার্টের বুক পকেট হতে এক হাজার টাকা মূল্য মানের যাহার ক শ-৬৩৭৭৩৪৬ সিরিয়ালের ৯টি এবং ক শ-৬৩৭৭৩৬৬ সিরিয়ালের ২টি, মোট ১১টি বাংলাদেশী জাল নোট যাহার প্রতিটি নোটে বাংলাদেশ ব্যাংক, এক হাজার টাকা লেখা আছে এবং জাহাঙ্গীর আলম (৪০) এর কাছ থেকেও এক হাজার টাকা মূল্য মানের যাহার ক শ-৬৩৭৭৩৩৬ সিরিয়ালের ৯টি বাংলাদেশী জাল নোটসহ মোট ২০ টি এক হাজার টাকা লেখা উদ্ধার করেন। উল্লেখিত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা জেলায় জাল টাকার ব্যবসা করে আসছিলো।