ঢাকাFriday , 4 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

দেশ চ্যানেল
August 4, 2023 2:27 pm
Link Copied!

খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন  ময়মনসিংহের ত্রিশালে আলোচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ আগস্ট) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. মোশারফ হোসেন ভোরের আকাশকে  এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, মো. রুবেল, মো. সেলিম, মো. সোহাগ ও মো. ইদ্রিস।
এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন  ও মো. দুলাল উদ্দিন।
তারা সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালে স্থানীয় জমির দালাল সিন্ডিকেট অসহায় জনগণের জমি জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি করার প্রতিবাদ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। এতে ক্ষুব্ধ ওই বছরের ৬ জুলাই রাতে সিন্ডিকেটের লোকেরা পরিকল্পিতভাবে তাকে খুন করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২০১৮ সালের ৭ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি নয়জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত এক আসামিকে অব্যাহতি দিলে বাকি আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় অপরাধের মাত্রা বিবেচনায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।
এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী  নিহতের ছেলে মাহমুদুল হাসান মামুন। তিনি ভোরের আকাশকে বলেন, এ রায়ে আমি খুশি। আশা করছি, দ্রুত রায় কার্যকর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST