মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কতৃক একটি কমিউনিটি ক্লিনিক আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করেছে।
১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০টা পর্যন্ত মহালছড়ি ধুমনিঘাট পনখিমুরা পাড়া এলাকায় প্রায় ২০ জন উপজাতীয় ব্যক্তিকে মেডিকেল টিম থেকে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে এলাকাবাসি ও সাধারণ উপজাতি লোকজন সেনাবাহিনী সম্পর্কে পজিটিভ ধারনা পোষন করেন। মহালছড়ি জোন প্রতি মাসে এমন কমিউনিটি ক্লিনিক আয়োজন করে স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করার আশা ব্যাক্ত করেন।
মহালছড়ি জোন সফলভাবে প্রোগ্রামটি আয়োজন করেছে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে।

