জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ১৬ বতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ পুলিশ সুপার মো: আজিম-উল -আহসান মহোদয়ের দিক নির্দেশনায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহাব্বুর রহমানের নেতৃত্তে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন। এসআই(নিরস্ত্র) শরীফুজ্জামান এর নেতৃত্বে জীবনের ঝুকি নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ২২ জানুয়ারী (সোমবার) ইং মহেশপুর থানাধীন ৯নং যাদবপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত দূর্গাপুর গ্রামস্থ জনৈক আবুল হোসেন ওরফে ট্যানা বিশ্বাস (৬৫), পিতা-মৃত বাদশা বিশ্বাস, এর বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে যাদবপুর থেকে পাথরাগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ উজ্জল হোসেন(২৬), পিতা-মোঃ হবিবার রহমান ওরফে হবিকে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতারের চেষ্টা করা হয়। আসামীরা তাদের হাতে থাকা ১৬ (ষোল) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ফেলে কৌশলে পালিয়ে যায। আসামীর ফেলে যাওয়া ১৬ (ষোল) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                