ঢাকাTuesday , 24 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্ত বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।

দেশ চ্যানেল
December 24, 2024 2:41 pm
Link Copied!

মোঃ জাহাঙ্গীর তাঁর, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার (২২শে-ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিজিবির টহলদল। উপজেলার যাদুবপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে।

আজ সোমবার সকালে মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

বিজিবির ৩টি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত এলাকা সীমান্ত পিলারের কাছে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টার দিকে।

ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে অবৈধ মামলামাল বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে তাদের ধরার চেষ্টা করলে।

চোরাকারবারিরা কয়েকটি দেশীয় অস্ত্র বিজিবি টহল দলের দিকে ছুড়ে মারে। এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা ১০ বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যায়।বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়।

চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা থেকে টহলরত সদস্যরা ১০ বস্তা ফেনসিডিল জব্দ করেছেন।অভিযানে সর্বমোট ৩৯৭ বোতল ফেন্সিডিল, ১টি হাসুয়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST