রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার সেমিকোলন এর অঙ্গ সংগঠন “এক পেট আহার অতঃপর হাসি” একটি সামাজিক সংগঠনের ইফতার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রায় তিন বছর ধরে রাস্তার পাশে বা সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষ, দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসেও রাস্তার পাশে দুস্থ পথচারী ও প্রতিবন্ধীদের মাঝে ১৫০ প্যাকেট ভালো মানের ইফতার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও এক পেট আহার অতঃপর হাসি সংগঠনের আজীবন সদস্য মোহাম্মদ আবু নাসের বেগ, তিনি উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করে সমাজের বিত্তবানদের এরকম মহতী উদ্যোগকে এগিয়ে আসার উদ্যত্ত্ব আহ্বান জানান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম তিনি এই মহতী উদ্যোগের (অসহায় গরিব মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য) এক পেটাহার অতঃপর হাসি সংগঠনের প্রতিটা সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন এবং এর সঙ্গে তিনি নিজেকে সব সময় এই ভালো কাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক সোহেল সবুজ, সহ পরিচালক প্রশাসন ফসিয়া রহমান, পরিচালক মিডিয়া দিলীপ কুমার বিশ্বাস, পরিচালক অর্থ রিপন মাহমুদ, পরিচালক খাদ্য, মহসিন বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য পরিচালক ও সদস্যবৃন্দ।
নির্বাহী পরিচালক, সোহেল সবুজ জানান অর্থ সংকটে আমরা হয়তোবা আশানুরূপ ভাবে মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করতে পারছি না তবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবহেলিত বা পিছিয়ে পড়া মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাবার বিতরণ করতে পারব বলে মনে প্রাণে বিশ্বাস করি । মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।