রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
আসন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ০১ও মাগুরা ০২ সংসদীয় নির্বাচনী এলাকায় অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। তাদের মধ্য থেকে বৈধ ভাবে মনোনীত প্রার্থী হিসেবে সোমবার ( ৪ডিসেম্বর ) রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, সংসদীয় আসন ৯১ও ৯২ মাগুরা ১ ও মাগুরা ২আসনে ঘোষণা করেন।
৯১ মাগুরা-০১
০১.এডভোকেট কাজী রেজাউল হোসেন-বাংলাদেশ কংগ্রেস। গ্রাম তখলপুর, শ্রীপুর উপজেলা, মাগুরা।
০২.কে. এম. মোতাসিম বিল্লা-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ। গ্রাম সাজিয়াড়া,সদর, মাগুরা।
০৩.মো: মাসুদ পারভেজ-জাকের পার্টি। গ্রাম নান্দুয়ালী,সদর, মাগুরা।
০৪.মো: সিরাজুস সায়েফিন সাঈফ-জাতীয় পার্টি। গ্রাম পার নান্দুয়ালী,সদর, মাগুরা।
০৫.সনজয় কুমার রায় (রনি)-তৃণমূল বিএনপি। আর কে মিশন রোড, ওয়ারি,টাকা।
০৬.সাকিব আল হাসান-বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রাম সাহাপাড়া নতুন বাজার, সদর, মাগুরা।
৯২ মাগুরা-০২
০১.এডভোকেট কাজী রেজাউল হোসেন-বাংলাদেশ কংগ্রেস। গ্রাম তখলপুর, শ্রীপুর উপজেলা, মাগুরা।
০২.ড. শ্রী বীরেন শিকদার-বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রাম সিংড়া, শালিখা উপজেলা, মাগুরা।
০৩.মো: আখিদুল ইসলাম-তৃণমূল বিএনপি। গ্রাম ছোট কলমধারী, মোহাম্মদপুর উপজেলা, মাগুরা।
08.মো: আলী হায়দার-জাকের পার্টি। গ্রাম চর পার নান্দুয়ালী,সদর, মাগুরা।
০৫.মো: আসাদুজ্জামান-বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)। গ্রাম বড়শলই,কুচিয়ামোড়া, সদর, মাগুরা।
০৬.মো: মুরাদ আলী-জাতীয় পার্টি। গ্রাম মৌলিক, বালিদিয়া, মোহাম্মদপুর, মাগুরা।
প্রত্যেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে, নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।