ঢাকাTuesday , 5 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মাগুরা ১ও২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধভাবে মনোনীত প্রার্থী ঘোষণা।

    দেশ চ্যানেল
    December 5, 2023 5:12 am
    Link Copied!

    রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

    আসন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ০১ও মাগুরা ০২ সংসদীয় নির্বাচনী এলাকায় অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। তাদের মধ্য থেকে বৈধ ভাবে মনোনীত প্রার্থী হিসেবে সোমবার ( ৪ডিসেম্বর ) রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, সংসদীয় আসন ৯১ও ৯২ মাগুরা ১ ও মাগুরা ২আসনে ঘোষণা করেন।

    ৯১ মাগুরা-০১
    ০১.এডভোকেট কাজী রেজাউল হোসেন-বাংলাদেশ কংগ্রেস। গ্রাম তখলপুর, শ্রীপুর উপজেলা, মাগুরা।
    ০২.কে. এম. মোতাসিম বিল্লা-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ। গ্রাম সাজিয়াড়া,সদর, মাগুরা।
    ০৩.মো: মাসুদ পারভেজ-জাকের পার্টি। গ্রাম নান্দুয়ালী,সদর, মাগুরা।
    ০৪.মো: সিরাজুস সায়েফিন সাঈফ-জাতীয় পার্টি। গ্রাম পার নান্দুয়ালী,সদর, মাগুরা।
    ০৫.সনজয় কুমার রায় (রনি)-তৃণমূল বিএনপি। আর কে মিশন রোড, ওয়ারি,টাকা।
    ০৬.সাকিব আল হাসান-বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রাম সাহাপাড়া নতুন বাজার, সদর, মাগুরা।

    ৯২ মাগুরা-০২
    ০১.এডভোকেট কাজী রেজাউল হোসেন-বাংলাদেশ কংগ্রেস। গ্রাম তখলপুর, শ্রীপুর উপজেলা, মাগুরা।
    ০২.ড. শ্রী বীরেন শিকদার-বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রাম সিংড়া, শালিখা উপজেলা, মাগুরা।
    ০৩.মো: আখিদুল ইসলাম-তৃণমূল বিএনপি। গ্রাম ছোট কলমধারী, মোহাম্মদপুর উপজেলা, মাগুরা।
    08.মো: আলী হায়দার-জাকের পার্টি। গ্রাম চর পার নান্দুয়ালী,সদর, মাগুরা।
    ০৫.মো: আসাদুজ্জামান-বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)। গ্রাম বড়শলই,কুচিয়ামোড়া, সদর, মাগুরা।
    ০৬.মো: মুরাদ আলী-জাতীয় পার্টি। গ্রাম মৌলিক, বালিদিয়া, মোহাম্মদপুর, মাগুরা।
    প্রত্যেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে, নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST