ঢাকাSunday , 24 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাছের গাড়ি থেকে ৩,১০,০০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই

দেশ চ্যানেল
September 24, 2023 3:11 pm
Link Copied!

মোঃ তুষার আহমেদ :

গাজীপুর জেলার কোনাবাড়ী ফ্লাইওভার ব্রীজের উপরে ৭ টা মোটর সাইকেল নিয়ে আসা ১২ থেকে ১৫ জন ছিনতাইকারি মাছের গাড়ি থামিয়ে গাড়িতে থাকা ৩,১০,০০০ টাকা ও ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ গাড়ি থাকা চালক, হেলপারকে বেপরোয়া ভাবে মারধর করার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ চক্রটি পারস্পরিক যোগসাজশে মোটর সাইকেল নিয়ে গাজীপুর রেল গেট,কোনাবাড়ী,এলাকার বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করে। এ সময় ব্যাংকে টাকা জমা দিতে আসা, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া এবং মানি এক্সচেঞ্জের ব্যক্তি ও গাড়ি আন লোডকৃত ফিরতি গাড়িসহ কাঁচা মালামাল,মাছের গাড়িকে টার্গেট করে। ব্যক্তি সনাক্তের পর তার পেছনে পেছনে গাড়ি নিয়ে সুবিধাজনক স্থানে ব্যারিকেড দিয়ে সর্বশ লুট করে নেয়।
ভুক্তভোগী মাছের ব্যবসায়ী মোঃআব্দুল মোতালেব জানান,এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার মত আর কোনো ব্যবসায়ীকে সর্বশ হারিয়ে রাস্তায় নামতে না হয়।
জানাযায়,গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা সলংগা থানার রংগের বাজার এলাকার মোঃসাইদুল ইসলামের পুকুর থেকে মাছ কিনে নিয়ে নিজস্ব গাড়িতে করে চালক মোঃ ইসমাঈল(২৬),ও সহযোগী মোঃহৃদয় (২০) কে মাছ বিক্রি করতে পাঠানো হয় ঢাকা আব্দুল্লাপুরে। সেখান থেকে মাছ বিক্রি করে ফিরে আসার সময় আজ গাজীপুরের কোনাবাড়ীতে পৌছালে ৯ টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছের ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার সলংগা থানার বনবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল মোতালেব (৪৪),ও চালক একই গ্রামের মোঃআব্দুল হান্নান শেখের ছেলে,ও সহযোগী মোঃ হযরত আলীর ছেলে। এব্যাপারে এখনো কোনো মামলা করা হয় নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST