মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
আজ আনুমানিক ১৩০০ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন ০৫নং চৌগাছা ইউনিয়ন এর বেড়গোবিন্দপুর গ্রামস্থ বেড়গোবিন্দপুর বাওড় এর অফিসের সামনে যশোর জেলা বিএনপির নেতা কালাম হোসেন(৫৭), পিতা-জহুর আলী, সাং-আব্দুলপুর, কোতোয়ালি, যশোর এর নেতৃত্বে ১২/১৫ জন বিএনপিপন্থী লোক মাছ ধরতে যায়। পরবর্তীতে মাছ ধরার সংবাদ শুনে ৫নং চৌগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও চৌগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন সহ বিএনপির আরেকটি পক্ষ তাদের মাছধরা বন্ধ করার জন্য যায়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে কথা কাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে এতে ০৪ জন আহত হয়।
আহতদের নাম ও ঠিকানা নিম্নরূপ: (১) উজ্জ্বল (৩৬), পিতা-মৃত শহিদুল ইসলাম, সাং-বিশ্বাসপাড়া, (২) শাহিনুর রহমান (২৫), পিতা-আব্দুল সামাদ, (৩) আব্দুল সামাদ পিতা-মৃত তাইজেল, উভয় সাং-উত্তর কারিগরপাড়া, থানা-চৌগাছা, (৪) কালাম হোসেন (৫৭), পিতা-জহুর আলী, সাং-আব্দুলপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ভিকটিমদের কে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করেন এবং কালাম হোসেন এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুইটা মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেড়গোবিন্দপুর বাওড়টি চৌগাছা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকারি ইজারার মাধ্যমে চাষ করে আসছিল। গত ০৫ জুলাই তারিখের পর থেকে উক্ত বাওড় কাশেম চেয়ারম্যান চৌগাছা উপজেলা যবুদলের সদস্য সচিব সালাউদ্দিন ও চৌগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম এর মাধ্যমে চাষ করছিল। কিন্তু কিছুদিন পূর্বে কাশেম চেয়ারম্যান উক্ত বাওড় যশোর জেলা বিএনপির নেতা কালাম হোসেন (৫৭), পিতা-জহুর আলী, সাং-আব্দুলপুর এর তত্ত্বাবধানে দেন।