গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ১০ মিনিটে উপজেলার উদয় সাগর গ্রামে অভিযান চালিয়ে দম্পতিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী মোছাঃ আঞ্জুআরা বেগম (৩৮)।
তাদের শয়নকক্ষ থেকে কোডিন মিশ্রিত ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সর্বমোট ৪৪০০ মিলিলিটার (৪.৪ লিটার) ফেনসিডিল পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা।
পলাশবাড়ী থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।